২০২৩ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা প্রথম পত্র
গদ্যাংশ : মমতাদি, গদ্যাংশ : একাত্তরের দিনগুলি- মো: জাকীর হোসেন, সিনিয়র শিক্ষক (বাংলা বিভাগ), বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, বনানী, ঢাকা। মাস্টার ট্রেইনার (বাংলা) ও বোর্ড পরীক্ষক
- ০৪ এপ্রিল ২০২৩, ০০:০৫
সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘গদ্যাংশ : মমতাদি’ থেকে আরো ৬টি ও ‘গদ্যাংশ : একাত্তরের দিনগুলি’ থেকে ১টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
গদ্যাংশ : মমতাদি
৩০। ‘মমতাদি’ গল্পে মমতার যেসব বৈশিষ্ট্য ফুটে ওঠে তা হলো-
i) সে খুব চাপা স্বভাবের মেয়ে
ii) সে দূরদর্শী মেয়ে
iii) সে ছেলেমেয়েদের প্রতি যত্নশীল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৩১। ‘মমতাদি’ গল্পে কে রসগোল্লা আর সন্দেশ নিয়ে আসে?
ক) মমতাদি
খ) মমতাদির স্বামী
গ) খোকা ঘ) কুটুম
৩২। গালে আঙুলের দাগের কথা উঠতেই মমতাদি চুপ করে গেল, যেহেতু-
i) সবাই তার অবস্থা টের পেয়েছিল
ii) তার আত্মসম্মানে ধাক্কা লেগেছিল
iii) স্বামীর আচরণের কথা প্রকাশ পেয়েছিল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৩৩। মমতাদির চোখে জল এলো কেন?
ক) কৃতজ্ঞতায়
খ) আহ্লাদে
গ) তার কাজের প্রশংসায়
ঘ) গৃহকর্ত্রীর চাকরি ছেড়ে দেয়ার প্রস্তাবে
৩৪। খোকাদের বাড়িতে মমতাদির কততম চাকরি?
ক) প্রথম খ) দ্বিতীয়
গ) তৃতীয় ঘ) চতুর্থ
৩৫। ‘তোমার কষ্ট দূর হয়েছে তাতে আমরাও খুব সুখী।’- এই বাক্যে ছেলেটির মায়ের যে মনোভাব প্রকাশ পেয়েছে তা হলো-
i) মমতাদিকে আপন ভাবা
ii) মমতাদির কষ্টে সমব্যথী হওয়া
iii) মমতাদিকে মর্যাদা দেয়া
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর: ৩০.খ, ৩১.ঘ, ৩২.গ, ৩৩.ঘ, ৩৪. ক, ৩৫.ক।
গদ্যাংশ : একাত্তরের দিনগুলি
১। রুমির মতো মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য প্রতিফলিত হয়েছে কোন বাক্যে?
ক) মা, মাটি দেশ
খ) লাঠি যার মাটি তার
গ) একতাই বল
ঘ) জাল যার জলাশয় তার
উত্তর : ১.ঘ।