২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

২০২৩ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা প্রথম পত্র

গদ্যাংশ : মমতাদি, গদ্যাংশ : একাত্তরের দিনগুলি
-

সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘গদ্যাংশ : মমতাদি’ থেকে আরো ৬টি ও ‘গদ্যাংশ : একাত্তরের দিনগুলি’ থেকে ১টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
গদ্যাংশ : মমতাদি
৩০। ‘মমতাদি’ গল্পে মমতার যেসব বৈশিষ্ট্য ফুটে ওঠে তা হলো-
i) সে খুব চাপা স্বভাবের মেয়ে
ii) সে দূরদর্শী মেয়ে
iii) সে ছেলেমেয়েদের প্রতি যত্নশীল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৩১। ‘মমতাদি’ গল্পে কে রসগোল্লা আর সন্দেশ নিয়ে আসে?
ক) মমতাদি
খ) মমতাদির স্বামী
গ) খোকা ঘ) কুটুম
৩২। গালে আঙুলের দাগের কথা উঠতেই মমতাদি চুপ করে গেল, যেহেতু-
i) সবাই তার অবস্থা টের পেয়েছিল
ii) তার আত্মসম্মানে ধাক্কা লেগেছিল
iii) স্বামীর আচরণের কথা প্রকাশ পেয়েছিল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৩৩। মমতাদির চোখে জল এলো কেন?
ক) কৃতজ্ঞতায়
খ) আহ্লাদে
গ) তার কাজের প্রশংসায়
ঘ) গৃহকর্ত্রীর চাকরি ছেড়ে দেয়ার প্রস্তাবে
৩৪। খোকাদের বাড়িতে মমতাদির কততম চাকরি?
ক) প্রথম খ) দ্বিতীয়
গ) তৃতীয় ঘ) চতুর্থ
৩৫। ‘তোমার কষ্ট দূর হয়েছে তাতে আমরাও খুব সুখী।’- এই বাক্যে ছেলেটির মায়ের যে মনোভাব প্রকাশ পেয়েছে তা হলো-
i) মমতাদিকে আপন ভাবা
ii) মমতাদির কষ্টে সমব্যথী হওয়া
iii) মমতাদিকে মর্যাদা দেয়া
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর: ৩০.খ, ৩১.ঘ, ৩২.গ, ৩৩.ঘ, ৩৪. ক, ৩৫.ক।
গদ্যাংশ : একাত্তরের দিনগুলি
১। রুমির মতো মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য প্রতিফলিত হয়েছে কোন বাক্যে?
ক) মা, মাটি দেশ
খ) লাঠি যার মাটি তার
গ) একতাই বল
ঘ) জাল যার জলাশয় তার
উত্তর : ১.ঘ।


আরো সংবাদ



premium cement
কুষ্টিয়ায় পদ্মা নদীতে জালে ধরা পড়ল বিশালাকৃতির কুমির মুসলিম না বাঙালি বনাম বাঙালিত্বের ঐতিহাসিক পটভূমি ৩ জানুয়ারি বাংলাদেশে আসছেন মসজিদুল আকসার ইমাম ব্যান্ড সঙ্গীত ও বাইকপ্রেমীদের জন্য সুজুকি ও আর্টসেলের নতুন মিউজিক ভিডিও চ্যাম্পিয়নস ট্রফির সূচি প্রকাশ, কঠিন প্রতিপক্ষ পেল বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত আনতে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার : প্রেস সচিব ‘প্রত্যেক ধর্মে শান্তির বাণী আছে, সেই বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে’ ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’ আয়কর রিটার্ন জমার সময় আরো এক মাস বাড়লো সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা গ্রেফতার অতিসত্বর নির্বাচন হওয়া দরকার : আমীর খসরু

সকল